Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য

ক্রমিক নং

চেয়ারম্যানের ভূমিকা ও দায়িত্ব।

চেয়ারম্যানের ভূমিকা ও দায়িত্ব নিম্নরুপঃ

 

ক) ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা চেয়ারম্যানের উপর ন্যস্ত;

খ) ইউনিয়ন পরিষদের সকল কার্যাবলী পরিচালনার দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যস্ত;

গ) ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা

ঘ) পরিষদের স্টাফদের তত্বাবধান ও নিয়ন্ত্রণ;

ঙ) ইউনিয়ন পরিষদের যাবতীয় চিটিপত্রের আদান-প্রদান;

চ) ইউনিয়ন পরিষদের বিজ্ঞপ্তি জারী।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূমিক ও কার্যাবলী নিম্নোক্তভাবে ভাগ করা যায়ঃ

১।

উন্নয়নমূলক কার্যাবলী

২।

প্রশাসনিক কার্যাবলী

৩।

গণসংযোগ কার্যাবলী

৪।

কর ও বাজেট সংক্রান্ত কার্যাবলী

৫।

আইন বিষয়ক কার্যাবলী

৬।

অন্যান্য দায় দায়িত্ব ও কর্তব্য।

 

১। উন্নয়নমূলক কার্যাবলী নিম্নরুপঃ

 ক)

খ)

 গ)

 

ঘ)

ঙ)

চ)

ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কার্যাবলী সমন্বয়সাধন, তত্ববধান ও পরিচালনা;

ইউনিয়নের সকল স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন;

পল্লী-পূর্ত কর্মসূচী (আর এম পি) কাজের বিনিময়ে খাদ্য (এফ এফ ডাব্লু) এবং অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়তা ও সহযোগীতা প্রদান।

পরিষদের স্টাফদের তত্বাবধান ও নিয়ন্ত্রণ;

ইউনিয়ন পরিষদের যাবতীয় চিটিপত্রের আদান-প্রদান;

ইউনিয়ন পরিষদের বিজ্ঞপ্তি জারী।

 

২। প্রশাসনিক কার্যাবলী নিম্নরুপঃ

ক)

খ)

গ)

ঘ)

ঙ)

চ)

ছ)

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব পালন;

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা;

ইউনিয়ন পরিষদের সকল সভা আয়োজন ও সভায় সভাপতির দায়িত্ব পালন;

ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যাবলী নিয়ন্ত্রণ ও তদারকী করা;

উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদন নিয়ে গ্রাম পুলিশ নিয়োগ;

জাতীয় সরকার ও এর বিভিন্ন স্থানীয় এজেন্সীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা: ও

সরকার কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করা।

 

৩। গণ-সংযোগ কার্যাবলী নিম্নরুপঃ

ক)

 

খ)

গ)

 

ঘ)

 

 

বিল বোর্ড ও গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী সম্পর্কে তথ্যাবলী স্থানীয় জনগণের নিকট উপস্থাপন;

এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্য স্থানীয় থানার সাথে যোগাযোগ রক্ষা করা;

ইউনিয়নে কোন প্রাকৃতিক দূর্যোগ, মহামারী বা শস্যে পোকার আক্রমণ হলে তা উর্ধতন প্রশাসনিক কর্তৃপক্ষকে অবহিত করা; ও

বিভিন্ন জাতি গঠনমূলক প্রতিষ্ঠান যেমন-কৃষি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, মৎস্য, পশুপালন, বন, শিক্ষা ইত্যাদি ডিপার্টমেন্টের সাথে যোগযোগ রক্ষা করা।

 

৪। কর ও বাজেট কার্যাবলী নিম্নরুপঃ

ক)

 

খ)

 

গ)

ঘ)

ঙ)

ইউনিয়ন পরিষদের সার্বিক আর্থিক ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকবে;

ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি ও সেক্রেটারীর সাথে আলোচনা করে ঐ এলাকার জন্য কর, টোল ও ফি নির্ধারণ করা;

কর আদায়কারী নিয়োগ ও তাদের তদারকী করা;

ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট পর্যালোচনা ও অনুমোদনের জন্য পরিষদ সভায় উপস্থাপন; এবং

সভার সুপারিশের আলোকে বাজেটে প্রয়োজনীয় সংশোধন ও অনুমোদনের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ।

 

৫। আইন-বিষয়ক কার্যাবলী নিম্নরুপঃ

ক)

খ)

গ)

গ্রাম আদালতের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন;

সালিশের মাধ্যমে জমি সংক্রান্ত স্থানীয় ছোটখাট সমস্যা, অপরাধ-মূলক সমস্যা ও স্বার্থ-সংক্রান্ত বিবাদ মীমাংসা করা; এবং

স্থানীয় কলহ নিরসনে মধ্যস্থতা/সালিশি করা।

 

৬। অন্যান্য দায়িত্ব ও কর্তব্য নিম্নরুপঃ

উল্লেখিত দায়িত্ব ছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানের নিম্নোক্ত দায়-দায়িত্ব গুলো রয়েছেঃ

ক্)

খ)

গ)

ঘ)

ঙ)

বিভিন্ন ধরণের সার্টিফিকেট ইস্যু করা এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট সত্যায়িত করা;

রেশন-কার্ড ইস্যু করা;

বিভিন্ন ডিলার ও সাপ্লইয়ার মনোনীত করা;

রিলিফ বন্টন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ; ও

গুচ্ছগ্রাম স্থাপনে সহায়তা, খাস জমি বিতরন এবং ভূমিহীন কৃষক সনাক্তকরন।

 

 

ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা ও দায়িত্ব নিম্নরুপঃ

ক)

খ)

গ)

ঘ)

ঙ)

চ)

ছ)

জ)

ঝ)

নিজ নিজ এলাকার আইন ও শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা কাজে সহায়তা করা;

ইউনিয়ন পরিষদের মাসিক সভায় সব সময় উপস্থিত থাকা এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ;

তাদের নিজ নিজ ওয়ার্ডের জন্য উন্নয়ন প্রকল্প তৈরী করে তা ইউনিয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করা;

বাজেট তৈরীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ;

নিজ ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তদারকী;

বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে সদস্য বা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন;

প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুতকরণ এবং রিলিফ বিতরন;

গ্রাম-আদালতে মনোনীত সদস্য হিসাবে দায়িত্ব পালন; ও

ইউনিয়ন পরিষদ অথবা সরকার বিভিন্ন সময় প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

 

 

সংরক্ষিত আসনে নির্বাচিত ৩জন সদস্যদের ভূমিকা পালনের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু কাজ সুনির্দিষ্ট করেছে তা নিম্নরুপঃ

ক)

খ)

গ)

ঘ)

ঙ)

চ)

ছ)

জ)

ঝ)

ঞ)

ট)

ঠ)

ড)

ইউনিয়ন পরিষদের এক তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ার-পারসনের দায়িত্ব পালন;

ইউনিয়ন দুঃস্থ-মহিলাদের তালিকা প্রস্তুত প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা;

রাস্তা উন্নয়ন প্রকল্প নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ;

RMP(Rural Maintenance Program)-র সমস্যা সমাধানে Primary RMP Monitor(ইউনিয়ন পরিষদ সচিব)কে উপদেশ ও সহায়তা দান;

RMP এর কাজের গুনগতমান ও অবস্থা সম্পর্কে ইউনিয়ন পরিষদে নিয়মিত রিপোর্ট করা;

নিজ নিজ ওয়ার্ডের RMP এর Crew নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করা;

নিজ ওয়ার্ডের RMP কাজের ইউনিয়ন পরিষদের মনিটর হিসাবে দায়িত্ব পালন;

মহিলা সদস্যদের মধ্য থেকে একজন বয়স্ক ভাতা কর্মসূচীর নির্বাচন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন;

নিজ ওয়ার্ডের সমস্যা ইউনিয়ন পরিষদ সভায় তুলে ধরা;

দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থতা নিরুপন ও রিলিফ বিতরণে অংশগ্রহণ;

নিজ এলাকার বৃদ্ধদের তালিকা প্রস্তুত করা;

মহিলাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার ভিত্তিতে কর্মসূচী গ্রহণ এবং

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ভিজিডির সুফলভোগী নির্বাচনে সহায়তা করা।