ইতিহাস ও ঐতিহ্যঃ
পান্টি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ডাকুয়া নদী ছিল।ঐ সময় বড় বড় নৌকা দারা বনিকেরা বানিজ্য করতে আসত।সেই সময় এক মনষী পাঞ্চি নামে এক মহি লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই পাঞ্ছি নাম থেকে পান্টি নাম হই বলে লোক মুখে শুনা যাই। এখানে মৃতঃ মাওলানা শামছুদ্দিন সাহেব এর মাজার শরীফ আছে।পান্টি ইউনিয়নে প্রায় ২০০০ হাজার কুঠির শিল্পের কাজ করে জীবীকা নির্বাহ করে। এখানে পান্টির মানুষ পারশপারিক সোহার্দ্দ্য পুর্ন্য ভাবে বসবাস করে।বিটিশ আমলে পান্টি ইউনিয়নে ভালুকা নামে একটি থানা ছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস