Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গ্রাম আদালত ও শালিসী পরিষদ
বিস্তারিত

ওয়েভ ফাউন্ডেশন এস এল এস প্রকল্পের আওতায় ইউ কে এইড এর অর্থায়নে এবং ম্যাক্সওয়েল স্ট্যাম্প ও সি এল এস এর সহযোগিতায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের গ্রাম আদালত এবং সালিশী পরিষদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে।

এস এল এস প্রকল্পের লক্ষঃ

আইনি সেবার মাধ্যমে জনগনের বিশেষিত দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিতদের সামাজিক নায্যতা নিশ্চিত করা ।

এস এল এস প্রকল্পের উদ্দেশ্যঃ

*আইনগত ও মানবাধীকার আদায়ে জনগনের সচেতনতা সৃস্টি।

*দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যায়ে, দ্রুত ও নায্য বিচার ত্বরানিত করার জন্য গ্রাম আদালত এবং সালিশী পরিষদ কে শক্তিশালী করন।

*জরুরী সহযোগীতা ও আইনী সহায়তা পাওয়ার জন্য ভুক্তভুগিদেরকে জেলা, উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে যোগাযোগ স্থাপন।

*স্থানীয় বিচার ব্যাবস্থা তরানিত করার জন্য প্রকল্প কর্মীদের সক্ষমতা বৃদ্ধি।

 

প্রতি সপ্তাহের শনিবার ও বিভিন্ন প্রয়োজনে অন্যান্য দিনেও শালিসী পরিষদ/গ্রাম আদালত বসে। পঁচাত্তর হাজার টাকা সমমূল্য থেকে কমে বিভিন্ন ধরনের দেওয়ানী ও ফৌজদারী এবং সালিশী পরিষদের মাধ্যমে তালাক, বহু বিবাহ, ভরণ পোষণ সংক্রান্ত সকল বিরোধের নিষপত্তি করছে। ওয়েভ ফাউন্ডেশন এর মাধ্যমে একজন কর্মকর্তা নিয়োজিত আছেন।

 

 

মোঃ কামিরুল ইসলাম

ইউনিয়ন ফ্যাসিলিটেটর

ওয়েভ ফাউন্ডেশন

১০ নং পান্টি ইউনিয়ন পরিষদ

কুমারখালী, কুষ্টিয়া।

 

জুন ২০১৫ইং থেকে জুন ২০১৬ ইং পর্যন্ত পান্টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলার তথ্যঃ

গ্রাম আদালত= ৪ টি।

সালিশী পরিষদ=২৪ টি।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
05/01/2016